ওশানটাইমস ডেস্ক : ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৬:৩১:৫০
গত ২৪ ঘন্টায় সারাদেশে সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মোংলায় ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আজ সারাদিনে আরো বাড়তে পারে তাপমাত্রা তবে আগামী তিনদিনে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
এইসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২%।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে হবে বলেও পূর্বাভাসে জানানো হয়।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস
For add