ওশানটাইমস ডেস্ক : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:৪০:৫৬
বসন্তে তাপমাত্রা বাড়তেছে আর কমতেছে আবার কোন কোন সময় বৃষ্টির সম্ভাবনা দিয়ে সময় পার হচ্ছে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা কিছুটা কমেছে। এছাড়া এখন প্রায় সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।
রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটের শ্রীমঙ্গলে। একদিন আগের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের তেতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালী ও খেপুপাড়া, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: আজকের আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস
For add