নিঃসঙ্গ খুনে তিমি’ কিসকার মৃত্যু

কানাডার শেষ ‘খুনে’ তিমি কিসকার মৃত্যু হয়েছে। দেশটির ওন্টারিও প্রদেশের সরকার গতকাল শুক্রবার রাতে এ খবর জানিয়েছে। কিসকাকে যে থিম পার্কে রাখা হয়েছিল, সেখানেই সে মারা গেছে।

দেশটির সলিসিটর (জন নিরাপত্তাবিষয়ক) জেনারেল মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রেন্ট রস ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, মেরিনল্যান্ড থিম পার্কে ৯ মার্চ তিমিটির মৃত্যু হয়। পেশাদার ব্যক্তিরা তার শেষকৃত্য করেছেন।

ওন্টারিওতে নায়াগ্রা জলপ্রপাতে ম্যারিনল্যান্ড থিম পার্কের অবস্থান। ১৯৭৯ সালে তিমিটি ধরা পড়ে। তিমিটির বয়স হয়েছিল ৪৭ বছর। ম্যারিনল্যান্ড কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে কিসকার স্বাস্থ্যের অবনতি হয়েছিল।

থিম পার্কের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীবিশেষজ্ঞ দল ও বিশেষজ্ঞেরা কিসকাকে ভালো রাখতে যথেষ্ট যত্নশীল ছিলেন।

কানাডার স্বেচ্ছাসেবী দল অ্যানিমেল জাস্টিস প্রাণীদের অধিকার নিয়ে কাজ করে। এই দলটি ‘খুনে’ তিমির চিকিৎসায় মেরিনল্যান্ডের কোনো অবহেলা আছে কি না, তা তদন্ত করবে।

প্রাণী অধিকারবিষয়ক দল পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পিইটিএ) কিসকাকে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ অর্কা (খুনে তিমি) বলেছে। কিসকার জীবন ছিল দুঃখের। সাত বছর বয়স হওয়ার আগেই কিসকার পাঁচটি শাবক মারা যায়।
সূত্র: প্রথম আলো

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com