আরও বাড়বে দিনের তাপমাত্রা, কমতে পারে তিনদিন পর

প্রতীকী ছবিগত তিনদিনে দেশে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অধিদফতর বলছে, চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে দিনের তাপমাত্রা।

সোমবার (১০ এপ্রিল) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়- ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা আরও বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

আজ ঢাকায় দক্ষিণপশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশ ছিলো বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়াচিত্রে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এই সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানানো হয়।

আজ ঢাকায় সূযাস্ত সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে হবে বলেও পূর্বাভাসে জানানো হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com