তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি বাড়তে পারে

চৈত্র মাসের শেষকদিনে তাপমাত্রা ক্রমে বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তবে এখনি কমছে না তাপমাত্রা, আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি পেরিয়ে তীব্র হতে পারে তাপপ্রবাহ। এমন অবস্থা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এরপর তাপমাত্রা কমতে পারে, সেই সঙ্গে ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতও হতে পারে।

দেশে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যেটি চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , , , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com