কয়রায় হরিণ শিকার রোধকল্পে করনীয় ও প্রতিকার বিষয়ক সভা

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের উদ্যোগে হরিণ শিকার রোধকল্পে করনীয় ও প্রতিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৩ এপ্রিল ১১ টায় কাশিয়াবাদ স্টেশন চত্বরে এ আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সিএমসি, ভিটিআরটি ,সিপিজি সদস্য সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের সভাপতিত্বে ও সিএমসির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলীর পরিচালনা এতে বক্তব্য রাখেন কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মেহেদী হাসান, আন্দারমানিক বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান,সাংবাদিক মোঃ কামাল হোসেন, প্রতিবেশ এ্যাক্টিভিটিজ প্রকল্পের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, ইউপি সদস্য মোল্লা আবু সাইদ, সিএমসির সদস্য মোল্যা মনিরুজ্জামান, পিএফের সহ-সভাপতি মোল্যা আনিছুর রহমান, ভিটিআরটি দলনেতা আলহাজ্ব সানা নুর ইসলাম, সিপিজি সদস্য পরিমল মন্ডল, সাইফুল্লাহ ইসলাম, ইয়াছিন আলী প্রমুখ।

আলোচনা সভায় সুন্দরবনের হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ শিকার রোধকল্পে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করা হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com