কক্সবাজার সমুদ্রে ভাসছে বিশাল আকৃতির মৃত তিমি

কক্সবাজার সমুদ্র সৈকতে আবার ভেসে এসেছে বিশালাকার এক তিমি। তবে এটিও মৃত। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদফতর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে এটি আটকা পড়ে।

কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি তিমিটি মৃত। পচে গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে এ আশংকায় গর্ত করে মৃত তিমিটিকে পুঁতে ফেলার সিন্ধান্ত নেওয়া হচ্ছে।

এর আগে, ২০২১ সালের এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানিতে দুটি মৃত তিমি ভেসে আসে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com