কুয়াকাটা প্রতিনিধি : ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ১৯:৫৯:০৪
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একসঙ্গে অর্ধগলিত দুটি ডলফিন ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির ডলফিন দু’টির দেহের অধিকাংশ জায়গায় পঁচন ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে বালুতে আটকে যায় ডলফিন দুটি। এসময় পর্যটক এবং স্থানীয়দের নজরে এলে বনবিভাগকে খবর দেয়া হয়। এদের দৈর্ঘ্য যথাক্রমে ৮ ও ৩ ফুট ছিল।
স্থানীয় জেলেরা জানান, দুপুরের দিকে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ঢেউয়ের সাথে ডলফিন দু’টিকে ভেসে আসতে দেখেছেন তারা।
এ বিষয়ে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় দু’টি মৃত ডলফিন ভেসে আসার খবর জেনেছি। এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে চলতি বছরে ৪টি এবং ২০২২ সালে ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। সবশেষ গত ৪ মে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে ৯ ফুট ২ ইঞ্চি লম্বা আরও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।
For add