নিজস্ব প্রতিবেদক : ১২ মে ২০২৩, শুক্রবার, ২৩:২৩:০২
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে কক্সবাজারের মহেশখালীর দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
এর প্রভাবে চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ বা আংশিক চালু থাকতে পারে।
শুক্রবার (১২ মে) রাত ১১টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ঝড়ের পর পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে বলেও জানানো হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অতিদ্রুত গ্যাস -বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: cyclone mocha, LNG, এলএনজি, ঘূর্ণিঝড় মোখা, মহেশখালী, মোখা
For add