হাবিবুর রহমান, চরফ্যাশন (ভোলা) উপজেলা প্রতিনিধি : ১ জুলাই ২০২৩, শনিবার, ১০:২৯:২১
ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার ডুবির ৫দিন পর ৫ ভাসমান মরদেহ উদ্ধার কার হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ট্রলারডুবির ঘটনায় নিহতরা হলেন- মো: হারুন দর্জি, মো: শরীফ হোসেন, মো: ছত্তার হাওলাদার, নুর ইসলাম ও ফজলে করিম বারী। আহত নিখোঁজ ও নিহতদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন গ্রামে।
নিহতদের পরিবার গুলোকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।
এছাড়াও ট্রলারডুবির ঘটনায় ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছন। জানা গেছে, আরো ২ জন জেলে নিখোঁজ রয়েছে।
সামরাজ মাছ ঘাটে বিভিন্ন সুত্র থেকে জানা যায়, ট্রলারটি ২৫ জুন ১৩ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। একদিন পর ২৬ জুন ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জন জেলে নিখোঁজ হন।
এরপর ২৮ জুন সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে পুলট-তেলের ব্রেল ধরে বেসে থাকা অবস্থায় ৬ জনকে অন্য মাছ ধরার ট্রলার উদ্ধার করে এবং চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় জেলে ও আড়ৎদার ট্রলার নিয়ে সাগরে নিখোঁজদের খোঁজ করতে বেরিয়ে পড়ে। শুক্রবার দুপুর ২টার দিকে ৫ জনের মরদেহ উদ্ধার করে।
উলেখ্য, সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকার পরও জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: accident, Bay of Bengal, vola, চরফ্যাশন, ট্রলারডুবি, ভোলা
For add