পানামার জাহাজে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৪৯৮টি জাপানী গাড়ি

জাপান থেকে আমদানী করা ৪৯৮টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি লোটাস লিডার।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামার পতাকাবাহী ওই জাহাজটি। এর পর দুপুর থেকে গাড়ির খালাস কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। এর আগে ২৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

বিদেশি জাহাজ ‘এমভি লোটাস লিডার’-এর স্থানীয় শিপিং এজেন্ট এন ওয়াই কে এর কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,মোংলা বন্দরে আসা বানিজ্যিক জাহাজ থেকে আমদানী করা গাড়ী খালাস শেষে আগামী দিন (২৭ সেপ্টেম্বর) জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com