মো. রাশেদুল হাসান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ১১ মার্চ ২০২৩, শনিবার, ২০:৫১:৪১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগ ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা পার্টনারশিপ ফর অবজারভেশন অব দ্য গ্লোবাল ওশান (পিওজিও)’র যৌথ উদ্যোগে ‘টেকসই সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম আগামীকাল রোববার (১২ মার্চ, ২০২৩) শুরু হতে যাচ্ছে।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হবে। জাপানভিত্তিক সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘ ঘোষিত ‘ইউএন ডিকেড অব ওশান সায়েন্স’ এর প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এ প্রশিক্ষণ প্রোগ্রাম চলবে ২৩ মার্চ পর্যন্ত।
শনিবার ( ১১ মার্চ) সকাল ১০টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ।
তারা জানান, ‘ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS), ইউনেস্কোর ইন্টারগভর্নেন্টাল ওশেনোগ্রাফিক কমিশন ইউনাইটেড নেশনস ডিকেড অব ওশান সায়েন্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট (২০২১- ২০৩০) প্রোগ্রামের সহযোগিতায় এ প্রশিক্ষণ প্রোগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশ ও বিদেশের মোট ২২ জন প্রশিক্ষণার্থী ও ৬ জন প্রশিক্ষক অংশ নেবেন।’
‘প্রোগ্রামটিতে বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইনের প্রশিক্ষণার্থীরা সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ সুবিধা পাবেন। প্রশিক্ষক হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লেমাউথ এর ড. ইমোজেন ন্যাপার, ভারতের আইএনসিআইওএস এর ড. নিমিত কুমার, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পার্টিসিপ্যাটরি রিসার্চ ওন্ড ডেভেলপমেন্ট এর মো. শামসুদ্দোহাসহ বাংলাদেশের শাবি, ঢাবি, চবি থেকে মোট ৬ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।’
সংবাদ সম্মেলনে তারা জানান, ‘উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ১২-১৩ মার্চ ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।’
‘বাকি কার্যক্রম সিলেট নগরীর হোটেল গ্র্যান্ড-এ চলমান থাকবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের বাংলাদেশের সুনীল অর্থনীতি কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দিতে কক্সবাজারে দু’দিনের ফিল্ড ট্রিপ শেষে ২৩ মার্চ বিকেলে একই স্থানে প্রোগ্রাম শেষ হবে বলে জানান তারা।’
১২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ প্রোগ্রাম শেষে আগামী ২৪ মার্চ থেকে দু’দিন ব্যাপি ‘সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করা হবে বলেও সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ জানিয়েছেন।
সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। উদ্বোধন পরবর্তী টেকনিক্যাল সেশনে গবেষক ও আলোচকরা সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার, সুনীল অর্থনীতির ক্রমবিকাশ, সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে তাদের গবেষণা প্রবন্ধ, নিবন্ধ, বিষয়ে আলোচনা করবেন।
এতে আর্থিক পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন পিওজিও, নিপ্পন ফাউন্ডেশন, ওক্সফাম, সিপিআরডি, ট্রেড ওয়ার্ল্ড, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এবং ওয়ান স্টপ হলিডেইজ লিমিটেড।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: প্রশিক্ষণ, শাবি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সমুদ্র অর্থনীতি, সমুদ্র সম্পদ, সুনীল অর্থনীতি
For add