চট্টগ্রাম প্রতিনিধি : ১৮ মার্চ ২০২৩, শনিবার, ২২:৫৩:১৫
শ্রম অধিদপ্তর থেকে নৌযান শ্রমিকদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ডাকা ১৮ মার্চ রাত ১২টা ০১ মিনিট থেকে সকল নৌযান পরিচালনা বন্ধের ঘোষণাটি প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) রাতে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হকের পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, একতরফা নৌযান শ্রমিকদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধি করায় গত ২৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাই। এর প্রেক্ষিতে গত ৬ মার্চ রাজারবাগ পার্টি হাউজে অনুষ্ঠিত জরুরী সভায় সারা দেশের নৌযান মালিকরা উপস্থিত ছিলেন। তাদের সবার বক্তব্য ছিলো, বেসিকের উপর ৬০ শতাংশ বেতন বৃদ্ধি করায় নৌযান পরিচালনা করা সম্ভব না। এসময় তারা নৌযান পরিচালনা থেকেও বিরত থাকার কথা জানান।
সভায় নৌযান মালিকদের সম্মতিক্রমে ১৮ মার্চ রাত ১২টা ০১ মিনিট থেকে সকল নৌযান পরিচালনা করা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা, কোষ্টাল শীপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার্স ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ অয়েল ট্যাংকার্স ওনার্স এসোসিয়েশন এবঙ খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের নেতারা একমত হন।
তবে এ ঘোষণার পর বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, শ্রম প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে একাধিকবার আলাপ হয়। শ্রম প্রতিমন্ত্রী সরকারী সফরে দেশের বাইরে থাকায় তিনি কর্মসূচী প্রত্যাহারের আহ্বান জানান এবং দেশে এসে জরুরীভাবে আমাদের দাবীগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এছাড়া আগামী ২৪ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। রমজানে সাধারণত খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। পণ্যবাহী সকল নৌযান বন্ধ থাকলে খাদ্যদ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাসে ঈদুল ফিতর পর্যন্ত আমরা কর্মসূচী স্থগিত করছি। তবে আমাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো নৌযান শ্রমিককে বর্ধিত বেতন পরিশোধ করবো না। যদি এর মধ্যে আমারে সমস্যার সমাধান না হয় তবে ঈদের পর আমরা আরও কঠোর কর্মসূচী ঘোষণা করবো।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: চট্টগ্রাম, চট্টগ্রাম বন্দর
For add