চট্টগ্রাম (বন্দর ) প্রতিনিধি : ৪ মার্চ ২০২৩, শনিবার, ১০:৫৯:০৯
ঐতিহ্যবাহী সাম্পান বাইচের মাধ্যমে চট্টগ্রামের প্রাণভোমরা কর্ণফুলী নদী রক্ষার বার্তা দিয়ে শুক্রবার শেষ হয়েছে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ১৪২৯।
এদিন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে এই সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়। নদীর অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ এলাকা পর্যন্ত এই সাম্পান বাইচ উপভোগ করেন শত শত মানুষ। সন্ধ্যায় নদীর পাড়ে চরপাথরঘাটা সিডিএ মাঠে বসে চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা।
মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরশেদ। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড চেয়ারম্যান আজিম আলী।
আরও বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান তালুকদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, চরপাথরঘাট ইউনিয়ন চেয়ারম্যান ছাবের আহমেদ, সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এসএম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ফরিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নদী রক্ষায় কাজ করতে হবে। যাঁরা কর্ণফুলী নদী ব্যবহার করছেন, তাঁদের যেমন দায়িত্ব আছে; তেমনিভাবে যাঁরা নদীর আশপাশে বসবাস করছেন তাঁদেরও নদী বাঁচানোর দায়িত্ব রয়েছে। কর্ণফুলী নদীর বিষয়ে আদালতের নির্দেশনা আছে। এই নদীকে বাঁচাতে হবে।
বক্তারা আরো বলেন, কর্ণফুলী হলো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। কর্ণফুলী নদীর তীর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তথ্যসূত্র: সমকাল
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: অর্থনীতির হৃৎপিণ্ড, কর্ণফুলী, কর্ণফুলী নদী, চট্টগ্রাম, বন্দর
For add