সাহেব রেজা (শ্যামনগর ) প্রতিনিধি : ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১৩:০৮:৫৭
উপকূলীয় গাবুরা বাসির কাছে এক আতঙ্কের নাম নদী ভাঙন। প্রতিবছরই বিস্তীর্ণ উপকূলীয় ইউনিয়নটি নদী ভাঙনের স্বীকার
গাবুরার ৯নং সোরার দৃষ্টিনন্দন এলাকা ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে প্রায় ৫ শতাধিক পরিবার, শ্যামনগর উপজেলার ১২নং গাবুরার ৯নং সোরা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবার ( ২৬ মার্চ) সকালে শুরু হওয়া নদী ভাঙ্গন মুহুর্তের মধ্যে প্রায় ২০০ ফুট নদী চর ভেঙ্গে রাস্তায় ভাঙ্গন ধরেছে।
স্থানীয়রা জানান, ভয়াবহ এই নদী ভাঙ্গন প্রতিরোধ করা শুধু এলাকাবাসির পক্ষে সম্ভব নয়। স্থানীয় সরকার, উপজেলা প্রশাসনের সাহায্য খুবই জরুরী।
৯নং সোরা এলাকার ইউ,পি সদস্য মুঞ্জুর হোসেন জানান এই মুহূর্তে ভাঙন রোধে এগিয়ে না এলে প্লাবিত হতে পারে গাবুরার প্রধান খাবার পানির পুকুর গুলো
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম মাছুদুল আলম বলেন, অতি দ্রুত ভাঙ্গনটি সংস্কার না করলে ৯নং সোরার প্রায় ৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে যাবে।
চেয়ারম্যান আরও বলেন ৯নং সোরা দৃষ্টিনন্দনের রাস্তা ভেঙেগেলে সমগ্র গাবুরা প্লাবিত হতে পারে। কারণ ভিতরের পাউবোর ওয়াব্দার রাস্তাটি সংস্কারবিহীন থাকায় অনেক নিচু হয়ে গেছে। এ অবস্থায় কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
For add