হাতিয়ায় জোয়ারের স্রোতে ভেসে নিখোঁজ নতুন জামাই

নোয়াখালী হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের তীব্র স্রোতে ভেসে যাওয়া মহিন উদ্দিনের (৩০) সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকালে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় নদীতে মাছ শিকার করতে গিয়ে তীব্র স্রোতের মধ্যে পড়ে নিখোঁজ হন তিনি।

মহিন উদ্দিন উপজেলার নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের আদর্শগ্রামের মৃত সাহাব উদ্দিনের মেয়ের জামাই। তার দেশের বাড়ি চট্রগ্রামে। ঈদ উপলক্ষ্যে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, মহিন উদ্দিনের শ্বশুর বাড়ি নদীর পাশে। ঘটনার দিন বাড়ি থেকে হাহুত্তা জাল (হাত জাল) দিয়ে মাছ ধরার জন্য নদীতে নামেন। মাছ ধরা অবস্থায় হঠাৎ জোয়ারের স্রোত এলে পড়ে গিয়ে ডুবে যান তিনি। এ সময় পাশে নৌকা নিয়ে অবস্থান করা জেলেরা দেখে অনেক খোঁজাখুঁজি করেন; কিন্তু তার ব্যবহার করা জালটি পেলেও তাকে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী নিঝুমদ্বীপের ২নং ওয়ার্ডের নবীর মাঝির ছেলে মোবারক জানান, মহিন উদ্দিন তাদের পাশে নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিল। এ সময় হঠাৎ জোয়ারের তীব্র স্রোত আসে। প্রথম স্রোতে সে ডুবে গিয়ে আর উঠতে পারেনি। পাশ থেকে তারা এসে অনেক খোঁজ করেও পাননি। পরে বাড়িতে এসে আত্মীয়-স্বজনের কাছে সংবাদ দেন তারা।

মোবারক আরো জানান, স্বাভাবিক নিয়মে প্রথম জোয়ারের যে স্রোত আসে তখন সতর্ক থাকতে হয়। এ সময় অনেক উচ্চতায় পানি এসে অনেক সময় জেলে নৌকা পর্যন্ত উল্টে দেয়। মহিন উদ্দিন এই নদীর জন্য নতুন হওয়ায় সে বুঝে উঠতে পারেনি।

নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যা জানান, ‘মহিন উদ্দিন পেশায় একজন সিএনজি চালক। তার স্ত্রী শাহিনুর চট্রগ্রামে গার্মেন্টসে চাকরি করার সুবাদে দুজনের পরিচয় ও বিবাহ হয়। ঈদ উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। অনেকটা শখ করে নদীতে মাছ শিকার করতে যায় সে। রাতে ও দিনে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে এখনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এই বিষয়ে নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল হালিম বলেন, সকাল থেকে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। নদীতে অবস্থান করা জেলেদের সাথে কথা বলে উদ্ধার অভিযান করার হচ্ছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com