ঘূর্ণিঝড় মোখা: মহেশখালীতে তিন লবণচাষীর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেলে উৎপাদিত লবণ সংরক্ষণ করতে গিয়ে বৃষ্টিতে ভিজে ও বাতাসে গর্তে পড়ে গিয়ে ৩জন লবণচাষীর মৃত্যু হয়েছে।

১৪মে রোববার বিকালে উপজেলার হোয়ানকের কালাগাজি পাড়া ও পানির ছড়া এলাকায় তাদের মৃত্যু হয়। তারা হলেন- উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজি পাড়ায় ফজল কাদেরের পূত্র মোঃ রিদুয়ান (৩৬), পানিরছড়া এলাকার আলতাজ কবিরের পূত্র মোঃ নেছার (৩৮) ও মোঃ মতিনের পুত্র আনছার (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুর রহমান। তিনি জানান, বৃষ্টিতে ভিজে ও ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও একাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে উৎপাদিত লবণ গর্তে ঢুকিয়ে রাখার জন্য রিদুয়ানসহ আরও কয়েকজন গেলে বেলা ৩টার সময় অতি বৃষ্টি ও বাতাসের কারণে গর্তের মধ্যে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

অন্যদিকে পানির ছড়া এলাকায় লবণ মাঠে গেলে সেখানে মোখার তান্ডবে একাধিক ব্যক্তি আহত হয়। তার মধ্যে নেছার মৃত্যুবরণ করেন। খবর পেয়ে, রাত ১০টার দিকে মহেশখালী হাসপাতালে ছুটে যান মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

নিহত নেছারের পিতা আলতাজ কবির জানান, ‘লবণ মাঠে গেলে সেখানে ঠান্ডায় তার মৃত্যু হয়। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জনান, ‘ঘূণিঝড় মোখায় ৩ জন লবণচাষীর মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতলে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালেও সহযোগিতা করছে পুলিশ।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com