সফরে এসে সুন্দরবনে মানববন্ধন করলো স্টামফোর্ড বিশ্বিদ্যালয়ের শিক্ষার্থীরা

সুন্দরবনে গবেষণা সফরে এসে এই বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের দাবিতে মানবন্ধন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ মার্চ) সুন্দরবন পূর্ব বিভাগের হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র পর্যবেক্ষণে এসে এই মানববন্ধন করেন তারা। এর আগে শব্দ, বায়ু ও প্লাস্টিক দূষণে এ অঞ্চলের প্রভাব নির্ণয় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে গবেষণা করতে অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে সোমবার রাতে রাজধানীর সিদ্দেশ্বরীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয় ৭০ জন শিক্ষক ও শিক্ষার্থী। আগামী ৩ দিন গবেষণা শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন তারা।

সফরের প্রথম দিন সকালে সুন্দরবনের হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে আসেন এই দলের সদস্যরা। এ সময় নদীতে ও বনের ভেতর অসংখ্য প্লাস্টিক আবর্জনা পড়ে থাকতে দেখেন তারা। যার প্রতিবাদস্বরূপ মানববন্ধনে দাঁড়ান পরিবেশবিজ্ঞানের এসব শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারাদেশের উপকূলে প্লাস্টিক নিষিদ্ধের ঘোষণা বাস্তবায়ন, সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন এবং বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ন জ্বালানীভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবহার বন্ধের দাবি জানান তারা।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর ব্যানারে এই মানবন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, ড. মাহমুদা পারভীন, মাহমুদা ইসলাম ও মার্জিয়াত রহমান প্রমুখ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com