বেলজিয়াম পরিবেশ দূষণরোধে মানুষের চুল কাজে লাগাচ্ছে

ইউরোপের দেশ বেলজিয়াম নালা নর্দমা দিয়ে প্রবাহিত তেল ও অন্যান্য তরল কার্বনজাতীয় পদার্থ নদীতে মিশে যাওয়া রোধ করতে অভিনব এক প্রকল্প চালু করেছে । মানুষের চুলকে দেশটিতে ব্যবহার করা হচ্ছে নদীদূষণ প্রতিরোধে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসসহ বিভিন্ন শহরের সেলুন ও বিউটি পার্লার থেকে চুল সংগ্রহ করে একটি বিশেষ যন্ত্রে রাখা হয়। যন্ত্রটি চালু করা হলে কয়েক মিনিটের মধ্যে সেখান থেকে বর্গক্ষেত্র আকৃতির মাদুর বেরিয়ে আসে।

প্রকল্পের সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিক জ্যানসেন রয়টার্সকে বলেন, ‘মানুষের চুল যে কোনো তেল বা তরল কার্বজনতীয় দ্রব্য ব্যাপকভাবে শুষে নিতে পারে। আমরা পরীক্ষা করে দেখেছি, এক কিলোগ্রাম চুল ৭ থেকে ৮ লিটার তেল বা তরল কার্বন শোষণ করতে সক্ষম।’

তিনি জানান, বেলজিয়ামের নদীগুলোতে দিন দিন তেল ও হাইড্রোকার্বনজনিত দুষণ বাড়ছে। নালা-নর্দমা দিয়ে প্রবাহিত পানির মাধ্যমে নদীতে পৌঁছাচ্ছে এসব তরল আবর্জনা। কীভাবে এই দূষণ রোধ করা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা করেছেন প্যাট্রিক। শেষে তিনি আবিষ্কার করেন চুল থেকে মাদুর বানানোর এই মেশিন।

মূলত নদীতে তেল ও হাইড্রোকার্বন দূষণ রোধে এই মাদুরগুলো বানানো হলেও গার্হ্যস্থ উপযোগিতা থাকায় এগুলোর চাহিদা দিন দিন বাড়ছে সাধারন লোকজনের মধ্যে। ঘরে ব্যবহৃত মাদুর, পাপোষ, ন্যাকড়া ইত্যাদির পাশাপাশি ব্যাগের মূল উপাদান হিসেবেও বেলজিয়ামের সাধারণ রোকজনের কাছে জনপ্রিয়তা পাচ্ছে বর্গাকার এসব ছোট ছোট মাদুর।

‘পণ্যে কোনো প্রকার ভেজাল আমরা মেশাই না। স্থানীয়ভাবেই কাঁচামাল সংগ্রহ করা হয় এবং পণ্য প্রস্তুত করা হয়। বিদেশ থেকে আমদানির ঝামেলা নেই….এসব মাদুর একই সঙ্গে পরিবেশবান্ধব এবং প্লাস্টিক ও অন্য কোনো কৃত্রিম তন্তুর চেয়ে টেকসই,’ রয়টার্সকে বলেন প্যাট্রিক।

ব্রাসেলসে যেসব বড় সেলুন আছে, সেগুলোর মধ্যে অন্যতম হেলিওদে সেলুনের মালিক ইসাবেল ভলিকিদিস নিয়মিত এই প্রকল্পে কাঁচামালের যোগান দেন। প্রস্তুতকৃত পণ্যের একজন বড় ক্রেতা তিনি। রয়টার্সকে ইসাবেল বলেন, ‘আমরা সবসময় চুল ময়লার বিনে ফেলে দিতে অভ্যস্ত। কিন্তু এর যে কত উপকারীতা আছে, তা এই প্রকল্পটির বরাতে আমরা জানতে পেরেছি। আমি সবসময় চাইব, এটি চালু থাকুক।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com