সেই ‘গোয়েন্দা তিমি’ এবার সুইডেন উপকূলে

সুইডেনের উপকূলে বেল্ট পরানো সেই বেলুগা তিমির দেখা মিলেছে। গুঞ্জন রয়েছে, এই তিমিকে গোয়েন্দা প্রশিক্ষণ দিয়েছে রাশিয়ার নৌবাহিনী। এর আগে ২০১৯ সালে তিমিটিকে নরওয়ের উপকূলে দেখা গিয়েছিল।

নতুন করে তিমিটিকে সুইডেনের উপকূলে দেখা যাওয়ার বিষয়টি গত সোমবার জানিয়েছে এর গতিবিধি নজরে রাখা একটি সংগঠন। তারা বলেছে, গত রোববার তিমিটিকে সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুনেবোস্ট্র্যান্ড উপকূলে দেখা গেছে।

বেলুগা তিমিটিকে প্রথম শনাক্ত করা হয় নরওয়ের সুদূর উত্তরাঞ্চলীয় ফিনমার্ক উপকূলে। তিমিটি নরওয়ের উপকূলরেখার ওপরের অর্ধাংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে তিন বছরের বেশি সময় নেয়। সুইডেন উপকূলে যাওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দ্রুততার সঙ্গে উপকূলের নিচের অংশ পার হয়।

ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্তিয়ান স্ট্র্যান্ড বলেছেন, ‘আমরা জানি না, কেন তিমিটি এখন এত দ্রুতগতিতে সরছে, বিশেষ করে যেহেতু এটি তার প্রাকৃতিক পরিবেশ থেকে “খুব দ্রুত” সরে যাচ্ছে।’

সেবাস্তিয়ান বলেন, ‘হতে পারে হরমোন তিমিটিকে একজন সঙ্গী খুঁজে পেতে তাড়িত করছে। একাকিত্বের কারণেও হতে পারে। কারণ, বেলুগা একটি খুবই সামাজিক প্রজাতি, তাই এটি অন্য বেলুগা তিমিদের সন্ধান করছে।’ ধারণা করা হচ্ছে, তিমিটির বয়স ১৩-১৪ বছর। এই বয়সে এ ধরনের হরমোন বেশি থাকে।

প্রথম যখন তিমিটিকে নরওয়ের আর্কটিক অঞ্চলে দেখা যায়, দেশটির মৎস্য অধিদপ্তর এর শরীর থেকে মানুষের বেঁধে দেওয়া একটি বেল্ট অপসারণ করে। এতে একটি ক্যামেরা বসানো ছিল আর প্লাস্টিকের বেল্টের ওপর লেখা ছিল ‘সরঞ্জাম সেন্ট পিটার্সবার্গ’। অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, তিমিটিকে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে রাশিয়ার নৌবাহিনী।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com