রকিয়ত উল্লাহ, মহেশখালী... : ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৩:২১:২৩
বঙ্গোপসাগরে মাঝ ধরতে গিয়ে ১৫ মাঝি মাল্লাসহ এফ-বি ভাই ভাই ৩ নামে একটি মাছ ধরার ট্রালার নিখোঁজ হয়েছে।
গত ৩০ জানুয়ারি আনুমানিক ভোর ৪টার দিকে কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র পয়েন্ট থেকে হঠাৎ করে নিখোঁজ হয় ট্রালারটি। বিষয়টি নিশ্চিত করেন ট্রালারের মালিক মোজাম্মেল বহদ্দার। তিনি মহেশখালী পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের পুত্র।
তিনি আরও জানান, ১২-১৩ দিন আগে তার মালিকানাধীন এফবি-ভাই ভাই ২ এবং এফবি-ভাই ভাই ৩ দুইটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্যোশ্যে বের হয়। মাছ ধরে কক্সবাজারে ফিশারীঘাটে ফেরার জন্য মাঝিকে বললে তার মধ্যে একটি মাছ ভর্তি ট্রলার ফিরলেও এফ-বি ভাই ভাই ৩ ট্রালারটি ফেরেনি এবং মাঝিকে মুঠোফোনে ও পাওয়া যাচ্ছে না। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ইলিশ মাছ ছিল বলে জানান। ধারণা করা হচ্ছে, তারা জলদস্যুদের কবলে পড়েছে। তাদেরকে উদ্ধার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সূত্রে জানা যায়, মহেশখালীর উপকূলের দুই মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুরা আত্মসমর্পণ করলেও শান্ত হয়নি কক্সবাজারের উপকূল। গত কয়েক মাস ধরে অন্তত পক্ষে ১০-১৫টি মাছ ধরার ট্রালার জলদস্যুর কবলে পড়েছে বলেছে বলে মাঝিরা জানান। যারা আত্মসমর্পণ করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন সেই পুরনো পেশায় ফিরে গেছে বলেও ওয়াকিবহাল সূত্রে জানা যায়।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, এ বিষয়ে কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: কক্সবাজার, নিখোঁজ, বঙ্গোপসাগর, মহেশখালি, মাছ ধরার ট্রলার
For add