সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য থেকে ১০ জেলে আটক

ছবি: ওশানটাইমসবিডি.কম

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের অভয়ারণ্যে ঘোষিত দোবেকী, পুষ্পকাটি, নটাবেকী এলাকা হতে বন বিভাগের বিশেষ অভিযানে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম এর নেতৃত্বে ১০ জেলে আটক করেছে।

বন বিভাগ সুত্রে জানা যায়, গত ৩ দিনের সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় চিরুনী অভিযানে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলমের নেতৃত্বে দোবেকী, পুষ্পকাটি, নটাবেকী অভয়ারণ্যে এলাকা হতে ১০ জন জেলেকে আটক করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন, মহিউদ্দীন পিতা আবু মুছা (চকবারা), আব্দুল হক (১০ নংসোরা), আব্দুল হাই তরফদার (ডুমুরিয়া, পিতা মৃত করিম তরফদার), জহুরুল ইসলাম পিতা খালেক ফকির সং প্রতাপ নগর, আবুল কালাম পিতা আল-আমিন মোড়ল, শামীম শেখ পিতা হান্নান শেখ, শাহাজান গাজী পিতা হান্নান শেখ, সং দাঁতিনা খালী, নুরে আলম পিতা আরশাদ উদ্দীন গাজী, আব্দুল হান্নান পিতা হাবিবুর গাজী, তৈয়বুর রহমান সং পাতাখালী চন্ডীপুর।

ছবি: ওশানটাইমসবিডি.কম

এ সময়ে আটককৃত জেলেদের নিকট হতে মাছ ধরার সরঞ্জাম জব্দ কর হয়। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভয়ারণ্য এলাকা হতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com