সেন্ট মার্টিন থেকে ফেরার পথে দমকা হাওয়ায় ভয়ানক দুলতে থাকে এমভি পারিজাত

সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে সাগরে হঠাৎ দমকা হাওয়ার কবলে পড়ে ভয়ানক দুলতে থাকে এমভি পারিজাত নামের পর্যটকবাহী জাহাজ

সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে সাগরে হঠাৎ দমকা হাওয়ার কবলে পড়ে ভয়ানক দুলতে থাকে এমভি পারিজাত নামের একটি জাহাজ। গতকাল মঙ্গলবার বিকেলের ঘটনা এটি।

সে সময় জাহাজটিতে শিক্ষাসফরে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ২৪০ জন পর্যটক ছিলেন। বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি ভয়ানক দুলতে থাকলে পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে বমি করে অসুস্থ হয়ে পড়েন।

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে এমভি পারিজাত জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা হয়। জেটিঘাট থেকে ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যে বঙ্গোপসাগরে দমকা হাওয়ায় ঢেউয়ের কবলে পড়লে পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় অনেকেই কান্নাকাটি করতে থাকেন।

এমভি পারিজাতে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, জাহাজটিতে প্রায় আড়াই শ পর্যটক ছিলেন। সেন্ট মার্টিন জেটি থেকে ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যেই সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি। জাহাজটি তখন এমনভাবে দুলতে থাকে, সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকেন। এই জাহাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছায়।

এ বিষয়ে জানতে এমভি পারিজাত জাহাজের টেকনাফ কার্যালয়ের ব্যবস্থাপক মো. সোহেলকে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

ট্যুরিস্ট পুলিশের টেকনাফের উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, দমকা হওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়লে জাহাজটি দুলতে থাকে। তবে নিরাপদে সবাই টেকনাফে ফিরেছেন।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com