সাগরে পড়ে গেল নাসার চন্দ্রযান ওরিয়ন ক্যাপসুল

২৬ দিনের চন্দ্র অভিযান শেষে পৃথিবীতে ফিরল নাসার ওরিয়ন ক্যাপসুল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রজন্মের এই মহাকাশ ক্যাপসুলটি চন্দ্র অভিযানের জন্য পাঠানো হয়েছিল। সবশেষ রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে পড়ে চন্দ্রযানটি।

যদিও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সাথে সাথে প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলের গতি কমিয়ে আনা হয়। অবতরণের সময় সবধরনের নিরাপত্তাই অনুসরণ করা হয় বলে জানা গেছে।

নাসা বলছে, ২০২৪ এবং ২০২৫–২৬ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে তারা। সেখান থেকে কীভাবে মানুষ পৃথিবীতে ফিরবে সেজন্যই এই ক্যাপসুলের পরীক্ষা চালানো হল। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রিক দেবতা অ্যাপোলোর বোন আর্টেমিসের নাম অনুসারে।

সবশেষ ৫০ বছর আগে অ্যাপোলো–১৭ মহাকাশ যানে করে চাঁদে মানুষ গিয়েছিল।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com