কক্সবাজারের পর এবার গারো পাহাড়ে ভূকম্পন

গতকাল কক্সবাজার-মিয়ানমার সীমান্তে পরপর দুইবার ভূকম্পনের ঘটনার রেশ না কাটতেই এবার শেরপুর-মেঘালয় (ভারত) সীমান্তের গারো পাহাড় এলাকায় আরও একটি ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ২১৭ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৯ মিনিট ৫৭ সেকেন্টে ঢাকা থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ৪.০ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল শেরপুর সীমান্তের কাছে ভারতের মেঘালয় রাজ্যের গাড়ো পাহাড়ে।

তবে এই ভূকম্পনে দেশে কোনো প্রভাব পড়েনি বলে জানান এই আবহাওয়াবিদ।

এর আগে শনিবার দুপুর ২টা ৩৯ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন প্রদেশের বাংলাদেশ সীমান্তের কাছে ৪.২ মাত্রার একটি ভূকম্পন হয়। এই ভূমিকম্পটি মাটির ১০৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর ২ ঘণ্টা পরই বিকেল ৪টা ৯ মিনিটে কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তের একেবারে কাছে ৪.১ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প দুটির প্রভাবে কেপে উঠে কক্সবাজার।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com