জাপানে ভেন্ডিং মেশিনে চলছে তিমির মাংস বিক্রি, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ

জাপানের বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিনের মাধ্যমে চলছে তিমির মাংস বিক্রি। ভেন্ডিং মেশিনে টাকা দিলেই পছন্দ মত বেরিয়ে আসছে তিমির মাংসের নানারকম পদ। মানুষ লাইন দিয়ে কিনছে সেই মাংস। অনেকেই বলছেন, তিমির মাংস এত সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দামও সাধ্যের মধ্যে হওয়ায়, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর মাংস হাত চেটে খাচ্ছে জাপানীরা।

দুনিয়া জুড়ে তিমির সংখ্যা মারাত্মক হারে কমছে। নারকীয় কায়দায় তিমি নিধনের পর গোটা সমুদ্র রক্তে লাল হওয়া ভিডিও চলছে তিমির মাংস বিক্রি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বয়ে যায়।

তিমির শিকার বন্ধ করতে বড় আন্দোলন চলছে দুনিয়া জুড়ে। তারই মাঝে জাপানে এভাবে প্রকাশ্যে তিমির মাংস বিক্রি হওয়ায় আন্দোলন শুরু হয়েছে।

যে কোম্পানি এই কাজ করেছে, তাদের বক্তব্য তিমির মাংস জাপানীদের খুবই পছন্দের। তারা শুধু দেশবাসীকে ভাল খাবার তুলে দিচ্ছে। মানুষ যাতে সহজেই তিমির মাংস পেতে পারে তাই ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করা হয়েছে বলে সেই সংস্থা জানায়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com