সাগর পাড়ে মৃত কচ্ছপের পেটে মিলল ১০৯টি ডিম

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে একটি মৃত মা কচ্ছপ। বিশেষজ্ঞরা বলছেন, অলিভ রিডলে প্রজাতির কচ্ছপটি প্রজনন মৌসুমে সমুদ্র উপক‚লে ডিম পাড়তে আসার পথে সাগরে জাহাজ অথবা জেলেদের জালে আটকা পড়ে কাছিম মারা গেছে। মৃত অবস্থায় কাছিমের পেট কাটার পর মিলেছে ১০৯টি ডিম।

গত তিন মাসে কক্সবাজার সমুদ্র উপকুলে অন্তত ৩০টির বেশী কচ্ছপ মারা গেছে।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৃত কচ্ছপটি উদ্ধার করা হয় , নিশ্চিত করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর পারভেজ।

তিনি জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ সন্ধ্যায় সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি কচ্ছপ ভেসে আসার খবর দেন। পরে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম মৃত সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করে পরীক্ষার জন্য ইনস্টিটিউটে নিয়ে আসেন।

তিনি আরো বলেন, ধারণা করছি শীতের শেষে প্রজনন মৌসুমে এই মা কচ্ছপটি ডিম পাড়তে উপক‚লে আসার সময় কোনো জলযান বা জেলেদের জালে আটকা পড়ে কচ্ছপটি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। কচ্ছপটির ময়নাতদন্ত করার পর হয়ত বিস্তারিত জানান যাবে বলে জানান তিনি।

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, কচ্ছপটি বয়স আনুমানিক ৪০ বছর। পেটে ১০৯টি ডিম পাওয়া গেছে। প্রায় ৩০ কেজি ওজনের মা কচ্ছপটির দৈর্ঘ্য ৩ ফুট ৩ ইঞ্চি ও প্রস্থ ২ ফুট ৩ ইঞ্চি। ময়নাতদন্ত শেষে কচ্ছপটির দেহ ও ডিম গবেষণার জন্যে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে সংরক্ষণের ব্যবস্থা করা বলে জানান তিনি।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইনানী সৈকতের শফিরবিল এলাকায় একটি ইরাবতী প্রজাতির ডলফিন ও একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে গত তিন মাসে কক্সবাজার সমুদ্র উপক‚লে অন্তত ৩০টি সামুদ্রিক কচ্ছপ পাওয়া গেছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com