অস্ট্রেলিয়ায় মাছবৃষ্টি

অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা রোববার একটি ঘটনায় হতবাক হয়ে গিয়েছিল। ওই দিন এলাকাটিতে মাছবৃষ্টি হয়েছিল। তাদের কাছে মনে হচ্ছিল, যেন স্বর্গ থেকে মাছ পড়ছে। এই মাছগুলো কিন্তু জীবন্তই ছিল।

উত্তর টেরিটরির তানামি মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত লাজামানুর বাসিন্দারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের সময় এ ঘটনাটি ঘটেছে।

সেন্ট্রাল ডেজার্ট কাউন্সিলর অ্যান্ড্রু জনসন জাপানাঙ্কা এবিসি নিউজকে বলেছেন, ‘আমাদের এলাকার দিকে একটি বড় ঝড় অগ্রসর হতে দেখেছি এবং আমরা ভেবেছিলাম এটি শুধুই বৃষ্টি। কিন্তু বৃষ্টি শুরু হলে আমরা মাছও পড়তে দেখেছি।’

তিনি জানান, মাছগুলো পড়ে যাওয়ার পরেও বেঁচে ছিল এবং এগুলো প্রায় ‘দুই আঙ্গুলের সমান’ ছিল।

জাপানাঙ্কা বলেন, ‘কেউ কেউ এখনও পানির গর্তের মধ্যে মাছ খুঁজে পাচ্ছেন। শিশুরা সেগুলো তুলে নিয়ে বোতল বা জারে রাখছে।’

অবিশ্বাস্য এই ঘটনা অবশ্য লাজামানুতে এবারই প্রথম নয়। এর আগে ১৯৭৪ সালেও এ ধরনের ঘটনা ঘটেছিল।

আশির দশকে মাছবৃষ্টির কথা স্মরণ করে পেনি ম্যাকডোনাল্ড নামের এক বাসিন্দা বলেন,‘আমি সকালে উঠেছিলাম, আমি ওই সময় স্কুলে কাজ করছিলাম এবং আমার বাড়ির বাইরের নোংরা রাস্তাগুলো মাছে ঢাকা ছিল।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

For add

oceantimesbd.com