ওশানটাইমস ডেস্ক : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২১:২১:৩১
জাতিসংঘের ২৮তম জলবায়ু সম্মেলনেই ক্ষয়ক্ষতি তহবিল বাস্তবায়নের দাবি জানিয়েছে তরুণ জলবায়ু কর্মীরা। একটি জনকেন্দ্রিক এবং মানবাধিকার-ভিত্তিক পদ্ধতির সাথে কপ২৮ সম্মেলনে ক্ষয়ক্ষতির তহবিল কার্যকর করা এবং অর্থায়নের জন্য লস এন্ড ড্যামেজ ট্রানজিশনাল কমিটি, উন্নত দেশসমূহ এবং কর্পোরেশনগুলোর প্রতি জরুরি এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল পর্যায়ের তরুণ জলবায়ু কর্মীদের নেটওয়ার্ক ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।
জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিলের জন্য উন্নত এবং উন্নয়নশীল দেশের সমন্নয়ে গঠিত ২৪ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী কমিটির উদ্বোধনী সভা (২৭ মার্চ) শুরু হয়েছে মিশরে ঐতিহ্যবাহী লুক্সর শহরে ৷ ২৯ মার্চ পর্যন্ত চলমান তিন দিন ব্যাপি এ সভার মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রশমন এবং মোকাবেলার কৌশলগুলো নিয়ে আলোচনা করার জন্য প্রধান প্রধান অংশীজনদের একত্রিত করা।
এ অন্তর্বর্তী কমিটি সদস্যদের তহবিল স্থাপন এবং পরিচালনার জন্য কৌশলগুলো তৈরি করার দায়িত্ব দেয়া হয়েছে, যাতে আলোচনার ফলাফল সমস্ত দেশেগুলোর অনুমোদনের জন্য কপ২৮ সম্মেলনে উপস্থাপন করা যায়।
এটিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ চিহ্নিত করে এ আলোচনার ফলে এমন বাস্তব ফলাফল আসবে যা বিশ্বজুড়ে বিপদাপন্ন সম্প্রদায়ের মানুষ উপকৃত হবে বলে বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করছেন।
অন্তর্বর্তী কমিটিকে তাদের আলোচনা ও সিদ্ধান্তে জলবায়ু সংকটের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ সম্প্রদায় এবং দেশগুলোর কণ্ঠস্বর এবং চাহিদাগুলোকে অগ্রাধিকার দেয়ার অনুরোধ করে ইয়ুথনেট এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ক্ষয়ক্ষতির তহবিল জলবায়ু সুবিচার আদায়ে বিপদাপন্ন সম্প্রদায় এবং দেশগুলোতে জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ । জলবায়ু সংকট সৃষ্টির জন্য সবচেয়ে বড় দায়িত্ব বহনকারী দেশ এবং কর্পোরেশনগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ পরিশোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি সংগঠনটির।
ঝুঁকিপূর্ণ সম্প্রদায় এবং দেশগুলোর জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় ক্ষয়ক্ষতি তহবিলের উপর গুরুত্বারোপ করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’র নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, “তহবিল নিয়ে আলোচনা ও বাস্তবায়ন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নাগরিক ও তরুণ সমাজ এবং সম্মুখসারির সম্প্রদায়ের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তাদের ক্ষতির মূল্য পরিশোধ করার সময় এসেছে এবং তা কোন বিলম্ব ছাড়া এখনই পরিশোধ করতে হবে উন্নত বিশ্বকে। ক্ষয়ক্ষতি তহবিলের ছাড়কৃত সমস্ত অর্থ অনুদান আকারে প্রদান করতে হবে, ঋণ নয়। এ তহবিল অবশ্যই যেন ঋণের ভার বৃদ্ধি না করে। তহবিলটি জন-কেন্দ্রিক এবং মানবাধিকার-ভিত্তিক তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী কমিটির প্রতি তিনি আহ্বান জানান।
ইয়ুথনেটের জাতীয় সমন্বয়কারী শাকিলা ইসলাম বলেন,”অন্তর্বর্তী কমিটিকে অবশ্যই তৃণমূল পর্যায়ের সম্প্রদায় ও সংস্থাগুলোকে ক্ষয়ক্ষতি তহবিলে সহজে এবং সরাসরি প্রবেশগম্যতা দিতে হবে। এ তহবিল প্রাপ্তির জন্য দীর্ঘ ও জটিল আবেদন প্রক্রিয়ার যেন প্রয়োজন না হয়। কোন জলবায়ু বিপর্যয়ের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতির তহবিল ছাড় দিতে হবে।‘’
অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলার পাশাপাশি অ-অর্থনৈতিক ক্ষতি এবং কাজকে সহায়তা করার জন্য পরামর্শ দিয়েছে ইয়ুথনেট । উদাহরণ স্বরূপ সংগঠনটি বলছে, জলবায়ু সংকটের কারণে ক্ষতিগ্রস্থ হাসপাতালের মতো অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা প্রদানের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতে জোড় দিতে হবে।
ইয়ুথনেটের আহ্বানকে প্রতিধ্বনিত করে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক বলেন, “অন্তর্বর্তী কমিটিকে অবশ্যই ইউএনএফসিসিসির প্রথম কমিটি হতে হবে যেটি ‘বাস্তব সময়ে’ কাজ করবে। ‘ইউএনএফসিসিসি সময়’ নয়। যার মানে হচ্ছে, ক্ষয় ক্ষতির তহবিল কপ২৮ সম্মেলনের মধ্যেই বাস্তবায়িত হতে হবে, কপ৩৩য়ে নয়।”
জলবায়ু সুবিচার কর্মী ভ্যানেসা নাকাতে বলেছেন “ক্ষয়ক্ষতি তহবিল এখনও পুরোটাই খালি। আমরা দেখতে চাই, এটি ২০২৩ সালে পূরণ করা শুরু হচ্ছে।”
গত বছরের নভেম্বরে, মিশরে অনুষ্ঠিত কপ২৭ সম্মেলনে উপস্থিত সমস্ত দেশ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলার লক্ষ্যে একটি তহবিল ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছায় । বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন ভৌগলিক এবং অন্যান্য এলাকার প্রতিনিধিত্বকারী ২৪ সদস্যের সমন্বয়ে একটি অন্তর্বর্তী কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে ডিসেম্বরে দুবাইতে অনুষ্ঠিতব্য কপ২৮ সম্মেলনের আগে আরও দুবার এ অন্তর্বর্তী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: COP28, জলবায়ু ক্ষয়ক্ষতি, জাতিসংঘের ২৮তম জলবায়ু সম্মেলন
For add