বন্দর (চট্টগ্রাম) প্রতিনিধি : ২৯ মার্চ ২০২৩, বুধবার, ২৩:১৬:২২
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে এমভি ক্যাং হুয়ান (MV. KANG HUAN) নামের একটি জাহাজের লাইফ বোটের ড্রিল (অনুশীলন) চলাকালে নিখোঁজ হয়েছেন চিফ ইঞ্জিনিয়ার ঝ্যাং মিংইয়ান।
মঙ্গলবার (২৮ মার্চ) দুর্ঘটনার পর কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দল ও চট্টগ্রাম বন্দরের পাইলট ভ্যাসেল, টাগ বোটসহ স্থানীয় মাঝিমাল্লারা চীনের পতাকাবাহী জাহাজটির ১৫ জনকে উদ্ধার করে। নিখোঁজ রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার।
বুধবার (২৯ মার্চ) রাত পৌনে ১০টা পর্যন্ত তিনি তার খোঁজ মেলেনি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বন্দরের একজন কর্মকর্তা জানান, এমভি ক্যাং হুয়ান জাহাজে থাকা লাইফ বোটে উঠে অনুশীলন করছিলেন ১৬ জন নাবিক। একপর্যায়ে বোটটি ডেভিট হুক থেকে খুলে সাগরে গিয়ে পড়ে এবং বোটটি উল্টে যায়। খবর পেয়ে বিষয়টি কোস্ট গার্ড ও বন্দরের সংশ্লিষ্ট বিভাগে জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদে বুঝিয়ে দেন।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: Chittagong Port, চট্টগ্রাম বন্দর
For add