৪শ’ অভিবাসনপ্রত্যাশী নিয়ে মধ্য সমুদ্রে ভাসছে নৌযান

গ্রিস ও মাল্টার মধ্যকার সমুদ্রে প্রায় ৪০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভাসছে একটি নৌযান। সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

টুইটারের মাধ্যমে অ্যালার্ম ফোন জানায়, সমুদ্রে ভাসতে থাকা নৌযানটি থেকে তারা একটি কল পেয়েছে। ইতিমধ্যে নৌযানটিতে পানি উঠছে। মৃত্যুঝুঁকিতে রয়েছে নৌযাত্রীরা।

ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়নি বলে জানায় সংস্থাটি। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌযানটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে ছেড়ে যায় বলে জানায় অ্যালার্ম ফোন।

এদিকে জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনালের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, নৌযানটিকে খুঁজে পেয়েছে তারা। নৌযানটির কাছাকাছি এলাকায় পণ্যবাহী আরো দুটি জাহাজ রয়েছে।

সি-ওয়াচ আরো জানায়, পণ্যবাহী জাহাজ দুটিকে উদ্ধারকাজ না করতে নির্দেশ দিয়েছে মাল্টা কর্তৃপক্ষ। তবে জ্বালানি সরবরাহ করতে একটি জাহাজকে নির্দেশনা দেয়া হয়েছে।

নৌযানটিতে পানি প্রবেশ করায় আরোহীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে জানিয়ে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল।

এ বিষয়ে বক্তব্য জানতে মাল্টার কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় রয়টার্স।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com