ওশানটাইমস ডেস্ক : ১৯ এপ্রিল ২০২৩, বুধবার, ১২:১৭:১১
কক্সবাজার সৈকতের তীরে প্রায় ১৪ ঘণ্টা ভাসার পর মাঝরাতে কলাতলীর সায়মন বিচ হোটেলের সামনের বালিয়াড়িতে উঠে এসেছে সেই বিশালাকায় মৃত তিমিটি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে জোয়ার-ভাটায় ভেসে সন্ধ্যা ৭ পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামুর সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে রেজুরব্রীজ পর্যন্ত আসা যাওয়া করা মৃত তিমিটি রাতের ভাটায় তীরে উঠে আসে বলে জানিয়েছেন কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ফুট। এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, তিমিটি জালে আটকে অন্তত সপ্তাহখানেক আগে সাগরে মারা যায়।
মৃত তিমিটি রাতের ভাটায় তীরে উঠে আসার খবর পেয়ে প্রশাসনের পক্ষে পর্যটন সেলের ম্যাজিষ্টেট মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) একটি বিশেষ দল রাত ১২ টার দিকে ঘটনাস্থল পৌঁছে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে। এরপর প্রশাসনের সকল বিভাগের সমন্বয়ে মাটি কাটার যন্ত্র দিয়ে (ভেকু) তিমিটিকে বালি চাপা দেওয়ার চেষ্টা করা হয়।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: কক্সবাজার সৈকত, কলাতলীর সায়মন বিচ, টেকনাফ মেরিন ড্রাইভ, তিমি
For add