বিওআরআই-এর নতুন ডিজি আজিজুল ইসলাম

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আজিজুল ইসলামকে। অপরদিকে বর্তমান মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দরকে বদলি করা হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে।

রবিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দরকে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (কক্সবাজার) থেকে বদলী করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে জানানো হয়, সাঈদ মাহমুদ বেলাল হায়দরের বদলীতে শূন্য হওয়া বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (কক্সবাজার) মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আজিজুল ইসলামকে।

উল্লেখ্য, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে সম্প্রতি এক নিয়োগে আবেদন না করা স্বত্ত্বেও মেডিকেল অফিসার পদে এক নারীকে নিয়োগ দেওয়া, নারী সহকর্মীকে মহাপরিচালকের কার্যালয়ে হেনস্থা ও চাকরিচ্যুত করাসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে সাঈদ মাহমুদ বেলাল হায়দরের বিরুদ্ধে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক তদন্তও করা হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

For add

oceantimesbd.com