জোয়ার পরিবর্তনে স্পন্দন হারাচ্ছে সমুদ্র: সেভ আওয়ার সি

বাংলাদেশের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটরিয়াল এবং ২শ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল আন্তর্জাতিক আদালতের রায়ে সুনির্দিষ্ট হবার প্রায় ৮ বছর অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অর্থনৈতিক অগ্রগতি হয়নি।

সমূদ্রসীমা নির্ধারিত হবার পরে বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সংরক্ষণ, আহরণ, ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ-মেয়াদি কর্মপন্থা প্রণয়ন করার দাবি করছে সরকার। কিন্তু এ দীর্ঘ সময়ে সুনীল অর্থনীতিকে সামনে রেখে সমুদ্রে অব্যবহৃত ও এর তলদেশে অ-উন্মোচিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করনে এখনো দৃশ্যমান কাজ শুরু করা যায়নি।

সমুদ্র সম্পদ ব্যবহার করে দারিদ্র্য বিমোচন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ রয়েছে। তবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার জন্য সবার আগে প্রয়োজন সমুদ্রের সুস্থ পরিবেশ নিশ্চিত করা। প্রতিবছর ৮ই জুন বিশ্বব্যাপী সমূদ্র দিবস পালিত হয়।

এ বছর ২০২৩ সালের ইউএন’র সমূদ্র দিবসের প্রতিপাদ্য (Planet Ocean: Tides are Changing) ’’জোয়ার পরিবর্তনে স্পন্দন হারাচ্ছে সমূদ্র’। এই প্রতিপাদ্যে সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থ বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বঙ্গোপসাগরের মাছ, সেন্টমার্টিনের কোরালসহ সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন পণ্যের ব্যবহার বন্ধের জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে উপকূলে ম্যানগ্রোভ নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

সুন্দরবনের গহিনে বিষে ধরা পড়ে চিংড়ি, আগুনে শুকিয়ে বানানো হয় শুঁটকি সেন্ট মার্টিনের সৈকতজুড়ে শামুক-ঝিনুকের বিচরণ, মাথা তুলছে গাছপালা বাইডেন-মোদী-শি-ম্যাক্রো ছাড়াই চলছে এবারের জলবায়ু সম্মেলন প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৪ ঘূর্ণিঝড়, ফিলিপাইনে বড় বিপদের শঙ্কা ২০ অক্টোবরের মধ্যে সেন্টমার্টিন নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান পরিবেশ উপদেষ্টার নিম্নচাপের ধীরগতি, বৃষ্টি আজও থাকবে হাতিয়ার ২৭ জেলে নিখোঁজ, ফেরেনি শতাধিক জেলেসহ ৬ ট্রলার সাগরে নিম্নচাপ, কুয়াকাটায় বেড়েছে পর্যটক বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলের মরদেহ উদ্ধার

For add

oceantimesbd.com