ওশানটাইমস নিউজ : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার, ১২:১৮:০৫
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে নৌবাহিনীর জাহাজগুলো দুদিন জনসাধারণের ঘুরে দেখার জন্য উন্মুক্ত রাখা হবে।
বুধবার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ ডিসেম্বর জাহাজগুলোতে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ।
ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটি, চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটি, খুলনার বিআইডব্লিউটিএ স্কিড ঘাট, মোংলার দিগরাজ নেভাল জেটি ও বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে থাকা নৌবাহিনীর জাহাজগুলোতে এ সুযোগ দেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: নৌবাহিনীর জাহাজ, বিজয় দিবস
For add