ওশানটাইমস ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১৬:১২:০৮
‘বিভিন্ন রঙের প্লাস্টিক-পলিথিনের বর্জ্যগুলোতে থাকা রাসায়নিক পদার্থ পানি, বায়ু ও মাটিকে নানাভাবে দূষিত করে। মাটিতে দ্রুত পচনশীল না হওয়ার কারণে মাটির উর্বর শক্তি নষ্ট, ভূগর্ভের পানির স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে। পলিথিন বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে।’ জাতীয় দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ আগৈলঝাড়া শাখার উদ্যোগে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক সচেতনতাবিষয়ক সভায় এসব কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাড়ে ৯টার দিকে এই সভার আয়োজন করা হয়। সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর আলী সানি বলেন, ‘অপচ্য পদার্থ’ হিসেবে আখ্যা দেওয়া হয় প্লাস্টিককে। তাই প্লস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সাধারণত উদ্ভিদকূল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে বিভিন্ন দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে বিভিন্ন উদোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশেও পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
সভায় পলিথিন ব্যবহার ও পরিবেশের জন্য ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন- রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লিটন আকন, সিনিয়র শিক্ষক (শারীরিক) বাবুল চন্দ্র বালা, শিক্ষক এইচএম হেমায়েত উদ্দিন, মাওলানা মো. দাদন মিয়া, সুজয় চন্দ্র দাস, শুভসংঘ আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি শাহালম রাড়ি, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাহ্, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, সদস্য ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস, মো. সালিহিন হোসেন, আহাদ তালুকদার, বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ লাবিব, সিয়াম, সাদিয়া, সূখী, অথৈ, সেতু, দূর্জয়।
সূত্র: কালেরকণ্ঠ
সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।
Tags: পরিবেশ-দূষণ, প্লাস্টিক, প্লাস্টিক দূষণ
For add