ওশানটাইমস ডেস্ক : ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১১:২২
সাগরের একেবারে গভীর অন্ধকারে হোয়েল শার্কদের বসবাস। মৎস্যজীবীদের জালে বন্দি হয়ে সেই হোয়েল শার্কই ধরা পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশে। বন দফতরের তৎপরতায় ২ টন ওজনের মাছটিকে ফিরিয়ে দেওয়া হয় সাগরের বুকে। কারণ বিশ্বের বৃহত্তম মাছ হোয়েল শার্ক এক অতি বিপন্ন প্রজাতি। পৃথিবীর জীবজগতের ভারসাম্য রক্ষার জন্য তাদের বেঁচে থাকা একান্তই দরকার।
For add