ভূমিক্ষয়

থামছেই না সুন্দরবনের ভূমিক্ষয়, পাঁচ দশকে বিলিন ১২৯ বর্গ কিলোমিটার

ওশানটাইমস ডেস্ক : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১০:০৬

গত পাঁচ দশকে (১৯৭০-২০২০) সুন্দরবনের ভারতীয় অংশের প্রায় ১২৯ বর্গ কিলোমিটার ক্ষয়ে গিয়েছে। জঙ্গলে ঢাকা দ্বীপ এলাকাগুলি এই সময়ের মধ্যে প্রায় ৮০ বর্গ কিলোমিটার ছোট হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় পরিবেশবিদেরা। বসতি দ্বীপগুলির প্রায় ৪৯ বর্গ কিলোমিটার ক্ষয় হয়েছে বলেও জানাচ্ছেন তারা।

for add

for add

oceantimesbd.com