বন্দর প্রতিনিধি, চট্টগ্রাম : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১৩:১১
চট্টগ্রাম বন্দর ও বহিঃ নোঙ্গরে চলাচলকারী কোস্টার এবং অভ্যন্তরীণ নৌ-পথে ১২ মাস চলাচলকারী কার্গো/বার্জ-টাগ ইত্যাদিতে নিয়োজিত নৌ-যান শ্রমিকের মজুরী নির্ধারণ করা হয়। এছাড়া সকল প্রকার বেসরকারি যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী কার্গো, টুইং লঞ্চ, অভ্যন্তরী বার্জ/ফ্ল্যাট, বাস্কহেড (বালু, পাথর, কয়লাবাহী) ও ড্রেজার, তৈলবাহী জাহাজ, শ্যালো ট্যাংকার ও ভাউচার জাহাজে নিয়োজিত নৌ-যান শ্রমিকদের মজুরীও নির্ধারণ করা হয়।
For add