স্কুবা

মানুষের পক্ষে পানির সর্বোচ্চ কত গভীরে যাওয়া সম্ভব?

ওশানটাইমস ডেস্ক : ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১২:২০

ছোটবেলায় পুকুর-নদীতে সাঁতার কেটেছেন এমন অনেকেই আছেন। ডুব দিয়ে কে কত গভীরে এবং কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখতে পারা যায়- এমন চ্যালেঞ্জিং প্রতিযোগিতাও অনেকে করেছেন। পানির নিচের রোমাঞ্চকর দুনিয়া সম্পর্কে মানুষ সেই আদিকাল থেকেই জানতে চেয়েছে। প্রযুক্তির মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতাকে কাটিয়ে আবিষ্কার করছে সাগরের গভীরের রহস্য। বর্তমানে সমুদ্র সংশ্লিষ্ট বিভিন্ন পর্যটক সংশ্লিষ্ট স্থানে স্কুবা ডাইভিং তথা পানির নিচে সাঁতার কাটার ব্যবস্থা করে হয়েছে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

for add

for add

সব সংবাদ

For add

oceantimesbd.com